indexসৈয়দ শিমুল, নিজস্ব প্রতিনিধি: দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে হাকিমপুর উজেলার হিলি স্থলবন্দরের পার্শ্ববতী নয়ানগর বাজারে।

মঙ্গলবার দুপুর আড়াইটার সময় হিলি স্থলবন্দর এলাকার পাশ্ববর্তী নয়ানগর বাজারে সকল দোকানীরা বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে এসময় বৈদ্যুতিক সর্টশার্কিটের মাধ্যমে একটি দোকানে আগুন লাগে। পরে ঐ আগুন ছড়িয়ে গেলে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এসময় দোকানগুলোতে থাকা নগদ অর্থসহ ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ষ্টেশনারী দোকানদার মিলন জানান, প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য