Hili-borderদিনাজপুর সংবাদাতাঃ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ৮ দিন বন্ধ থাকবে।

এ সময় পণ্য আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার চালু থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুজ্জামান।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হওয়ার কথা রয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আবুল কাসেম আজাদ জানান, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মল্লিক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি।

পরে বিষয়টি হিলি স্থলবন্দরের সব আমদানি-রপ্তানিকারক, হিলি শুল্কষ্টেশন, পানামা হিলি পোর্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য