Fenci Arrবিরামপুর(দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুর জেলার  ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে বিরামপুর উপজেলার দাউদপুর ক্যাম্পের বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক  অভিযান চালিয়ে ৪২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রনি ইসলাস ২৫ কে আটক করেছে।

বিজিবি সুত্রে জানা যায়, গত শুক্রবার(১০ অক্টোম্বর) ভোর ৬টায়  ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেঃকর্ণেল জাহিদুর রশীদ এর নির্দেশে বিরামপুর দাউদপুর কাম্পের নায়েব রফিকুল ইসলামের  নেতৃত্বে  উপজেলার কাটলা ইউনিয়নের,কাটলা বাজার থেকে ৩৬২ ও দাউদপুর গ্রাম থেকে ৬২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রনি ইসলাম(২৫) কে আটক করে। আটককৃত রনি ইসলাম পাবনা জেলার ঈশ্বরদী গ্রামের নুর আলমের  পুত্র।

এবিষয়ে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক(সিও) লেঃকর্ণেল জাহিদুর রশীদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক দ্রব্যে ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য