02-Srideviবিনোদন: রানীর রূপে রুপালি পর্দায় আসছেন বলিউডের প্রিয়দর্শিনী অভিনেত্রী শ্রীদেবী। তামিল ভাষায় নির্মিত এই ছবির শিরোনাম ‘পুলি’। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন চিম্বু দেবেন। এর মাধ্যমে দীর্ঘ দুই দশক পর তামিল ছবিতে অভিনয় করলেন ‘নাগিন’ তারকা শ্রীদেবী।

ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ৫১ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ‘পুলি’ ছবিতে এক প্রতাপশালী রানীর ভূমিকায় অভিনয় করেছেন। এই ছবির মেকআপ-গেটআপে নিজেকে ভিন্ন রূপে মেলে ধরেছেন তিনি। এতে শ্রীদেবী মনীশ মালহোত্রার নকশা করা রাজকীয় পোশাক পরিধান করেছেন। শুধু তা-ই নয়, শ্রীদেবীর কণ্ঠে বলিষ্ঠ সংলাপও উচ্চারিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে নিজের অভিনীত চরিত্রের কয়েকটি স্থিরচিত্র শেয়ার করেছেন শ্রীদেবী।

এ ব্যাপারে শ্রীদেবী বলেন, ‘২৯ বছর পর আমি তামিল ছবিতে অভিনয় করলাম। তাই ভক্তদের জন্য বিশেষ চমক থাকছে। আশা করি, আমার চরিত্রটি সবার ভালো লাগবে।’ ১ অক্টোবর ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য