Parbatipur Photo 13মিলন পারভেজ পার্বতীপুর(দিনাজপুর) সংবাদদাতা : পার্বতীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তরফদার মাহমুদুর রহমানের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বতীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ইত্তেফাকের সাংবাদিক মোহাম্মদ শামসুল হুদা, কালের কণ্ঠ অনলাইনের সাংবাদিক আব্দুল কাদির, শীর্ষনিউজের আতাউর রহমান, ভোরের কাগজের মোস্তাফিজুর রহমান বকুল, দৈনিক করতোয়া মঞ্জুরুল আলম, দৈনিক নয়াদিগন্তদের সাংবাদিক মোস্তাকিম সরকার, দৈনিক ইনকিলাবের এমএ জলিল সরকার, দৈনিক সংগ্রামের আমজাদ হোসেন, দৈনিক দিনকালের একরামুল হক বেলাল, বদরুদ্দোজা বুলু, দৈনিক সকালের খবর মামুনুর রশিদ, দিনাজপুর নিউজের মিলন পারভেজ, দৈনিক সমকাল  মাহমুদুর রহমান, দৈনিক খবর জাকির হোসেন প্রমুখ।

জবাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান বলেন- সাংবাদিকরা জাতির বিবেক। তাছাড়া স্থানীয় বাসিন্দা হিসেবে আপনারা জানেন কোথায় কী হয়। সরকারের বিভিন্ন প্রকল্প ও  কর্মসুচী বাস্তবায়ন করা উপজেলা নির্বাহী অফিসারের প্রধান দায়িত্ব । তার পরও  সমাজের নানা অনিয়ম ও বিধি বহির্ভূত কর্মকান্ড সহ আইন-শৃঙ্খলার বিষয়টিও দেখভাল করতে হয়।

সুষ্ঠভাবে দায়িত্বপালনের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকরা তাদের বক্তব্যে পার্বতীপুরের বিভিন্ন সমস্যা, করণীয় ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তরফদার মাহমুদুর রহমান পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বভার গ্রহণ করেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য