07-mannaবিনোদন : ঢালিউডের জনপ্রিয় নায়ক এস এম আসলাম তালুকদার মান্না চলে গেছেন বেশ কিছুদিন হলো। কিন্তু সেই মান্নাই আবার ফিরছেন বড় পর্দায়। কিভাবে?

২০০৬ সালে সোহানুর রহমান সোহানের পরিচালনায় শুরু হয়েছিল ‘বৃষ্টির চোখে আগুন’ চলচ্চিত্রের শুটিং। ছবিটিতে অভিনয় করেছিলেন ঢালিউডের পর্দাকাঁপানো অভিনেতা মান্না ও তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি।

ছবিটির বেশিরভাগ কাজ শেষ হলে মান্না মারা যান। ছবিটির আর শুটিং হয়নি। এবার সেই ছবিটির কাজ শেষ করতে চান ছবির প্রযোজক রাফি।
রাফি  বলেন, অল্প কিছুদিনের মধ্যে আবারো ছবিটির শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। এবার টানা শুটিং করে চলতি বছরই ছবিটির বাকি থাকা কাজ শেষ করতে চাই।

ছবির পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, আমি ছবিটি সম্বন্ধে এখনো কিছু জানি না। প্রযোজক আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি। তবে ছবিটির শুটিং যদি আবারো শুরু হয় তা হলে বাংলাদেশ চলচ্চিত্রে ভালো ছবির তালিকায় আরেকটি ছবি যোগ হবে। এবং মান্নাকে শেষ বারের মতো পর্দায় দেখতে পাবে মান্না-ভক্ত দর্শক।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য