death মৃত্যু Hotta khun হত্যামোঃ শামসুল আলম বোচাগঞ্জঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তুলাই নদীতে ডুবে ৪নং আটগাও ইউপির আদরগাও গ্রামের সলেমান আলীর পুত্র ইউসুফ আলী (৩৮) এর মৃত্যু হয়েছে।

সুত্রে জানাগেছে, গত বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় ইউসুফ আলী নেশাগ্রস্থ্য অবস্থায় উক্ত নদীর ব্রীজের উপর থেকে নদীর পানিতে লাফ দিলে সে পানির স্রোতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল দিনব্যাপী চেষ্টা চালিয়েও তার কোন সন্ধান পায়নি।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ডুবুরীদল ঘটনা স্থলে এসে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আনুমানিক  সকাল সাড়ে ৯টার সময় ইউসুফ আলীর মরদেহ উদ্ধার করে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য