Pic-Good Neighborsবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে শুক্রবার বিনামুল্যে ৬০জন শিশুর উন্নত চিকিৎসা এবং ঔষুধ প্রদান করা হয়েছে।

গুড নেইবারর্স বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে “নিয়মিত স্বাস্থ্য সেবা গ্রহন করি, সুস্থ্য সবল জীবন গড়ি” প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষে উপজেলা সদর থেকে ২০কিলোমিটার উত্তর পশ্চিমে মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বাজার সংলগ্ন গুড নেইবারস বাংলাদেশ বীরগঞ্জ কার্যালয় প্রাঙ্গনে বিনামুল্যে ৬০জন শিশুর উন্নত চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

দিনাজপুর মেডিকেল কলেজের প্রফেসর শিশু বিশেজ্ঞ ডাঃ ছাদেক আলী নির্ধারিত ৬০জন শিশুর নিবির পর্যবেক্ষন ও উন্নত চিকিৎসা প্রদান  করেন।

চিকিৎসা প্রদান শেষে গুড নেইবারস বাংলাদেশ প্রজেক্টের পক্ষ থেকে শাখা ম্যাজোর রেমন্ড কুইয়া প্রত্যেক শিশুর অভিভাকের হাতে বিনামুল্যে ঔষুধ তুলে দেন।

সর্বপরি আগত ১হাজার ২শত জন সুবিধা ভোগি সমিতির ৬০জন লিডারকে সুস্থ্য থাকা ও রোগে আক্রান্ত হলে মুক্তির উপায় শীর্ষক ধারনা প্রদান করেন শিশু বিশেজ্ঞ ডাঃ ছাদেক আলী।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য