Las 3ঠাকুরগাঁও সংবাদাতাঃ জেলার পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদী থেকে মোশারফ (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে দমকল বাহিনী।

মঙ্গলবার বিকেলে উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামের টাঙ্গন নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

পারিবারের সদস্যরা জানান, শিশু মোশারফ উপজেলার ভামদা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সোমবার সকাল ১১টার দিকে বাড়ির পেছনে টাঙ্গন নদীর পাশে দাঁড়িয়েছিল। এ সময় নদীর পাড় ভেঙে গেলে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।

এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকাল থেকে দমকল বাহিনীর ডুবরীরা তাকে খুঁজতে নামে নদীতে। একদিন পর মঙ্গলবার বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শিশুটির লাশ পাওয়া যায়।

পীরগঞ্জ দমকল বাহিনীর ইনচার্জ দেলোয়ার হোসেন ও কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান গৌতম রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য