DSC_8294 copyসাহেব, দিনাজপুরঃ আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী তৃণমূল লীগের ঢাকায় কে›ন্দ্রীয় প্রতিনিধি সমাবেশ সফল করার লক্ষে দিনাজপুর আওয়ামী তৃণমূল লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ আগষ্ট মঙ্গলবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিনাজপুর জেলা আওয়ামী তৃণমূল লীগের আহবায়ক খালেমুল বাসার সেনার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন, দিনাজপুর আওয়ামী তৃণমূল লীগের সদস্য সচীব মোঃ আশফাক হোসেন সরকার, যুগ্ন আহবায়ক ইফতেখারুল ইসলাম সোহেল, যুগ্ন সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুন্না, মোঃ ইফতে কবিরুল ইসলাম সরকার (রিপন), সদর উপজেলা তৃণমূল লীগের আহবায়ক পূর্নচন্দ্র রায়, বিরল থানার তৃণমূল লীগের আহবায়ক মোঃ সাহিনুর আলী প্রমুখ।

এছাড়া অনান্যদের উপস্থিত ছিলেন জেলা তৃণমূল লীগের মোঃ শাহাদৎ আলম, খানসামা তৃণমূল লীগের আহবায়ক মোঃ সমিজ উদ্দীন, তৃণমূল লীগ নেতা সহিদুল হাসান, আমিনূল, তানজিরুল ইসলাম, রনি, রানাসহ জেলা ও উপজেলার তৃণমূল লীগের নেতৃবৃন্দ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য