Bodaবোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর নেতৃত্বে একটি শোক র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গণমিলয়াতনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, ডেপুডি কমান্ডার আবুল কাশেম, বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য