05-Good Night Momyবিনোদন: ট্রেইলারেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে হরর সিনেমা গুডনাইট মামি। ব্যতিক্রমধর্মী ভয়ের কাহিনি নির্ভর এই সিনেমাটি মুক্তি পাবে আগামি মাসের ১১ তারিখে।
সিনেমাটির ট্রেইলার দেখেই দর্শকরা শিহরিত। বলা হচ্ছে, ২ মিনিটের ট্রেইলারটি এখনো পর্যন্ত বানানো যেকোনো সিনেমার সবচেয়ে ভয়ের ট্রেইলার।

সিনেমাটির কাহিনি এক মা ও তার যমজ দুই ছেলেকে নিয়ে। ট্রেইলারে দেখা গেছে, হাসপাতাল থেকে কসমিক সার্জারি করিয়ে ফিরেছেন মা। আনন্দে আত্মহারা হয়ে তাকে দেখতে ছুটে এসেছে তার দুই ছেলে। কিন্তু যাকে দেখা গেল, সে কি আসলেই ওই ছেলেদের মা? নাকি অন্য কেউ? এ নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি।

গুডনাইট মামি অস্ট্রিয়ার সিনেমা। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুসান উয়েস্ট এবং যমজ ছেলেদের ভূমিকায় অ্যালিয়াস এবং লুকাস শোয়ার্জ। ইতিমধ্যেই তাদের অভিনয় খুব প্রশংসিত হচ্ছে। যমজ ভাইদের অভিনয় তুলনা করা হচ্ছে ১৯৮০ সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা দ্য শাইনিং-এ অভিনয় করা শিশু অভিনেতাদের সঙ্গে।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য