Lowyer Duaa Mahfil Picদিনাজপুর সংবাদাতা ॥ পবিত্র হজ্বে গমনকারী দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া অনুষ্ঠান মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আজিজুল ইসলাম জুগলু’র সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন’র সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে পবিত্র হজ্বে গমনকারীদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী মো. আবু তালেব, এ্যাড. নিলফার রহিম, মো. দেলোয়ার হোসেন-২ প্রমূখ।

অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মইনুল ইসলাম, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল খান বিপুল, কোষাধ্যক্ষ এনএইচ মাহবুব-উল-হক বাবু, সিনিয়র আইনজীবী মো. খয়রাত আলী, মো. এমাম আলী, মো. আব্দুল লতিফ, সমিতির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, আলহাজ্ব সলিমুল্লাহসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পবিত্র হজ্বে গমনকারী জেলা আইনজীবী সমিতির সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মুনাজাত পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাইনুল আলম।

উল্লেখ্য, চলতি বছর দিনাজপুর জেলা আইনজীবী সমিতির ১২ জন সদস্য পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য