ansসংবাদ বিজ্ঞপ্তি ॥  ২ ফেব্রুয়ারী দিনাজপুর সুইহারী আনসার ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষিত বেকার মহিলা ভিডিপি সদস্যাদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে দিনাজপুর জেলার ২৮জন ও ঠাকুরগাঁও জেলা ১২জন মহিলা ভিডিপি সদস্যাদের ৬ সম্পাহ মেয়াদী বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সে অধিনায়ক হিসেবে রয়েছেন দিনাজপুর আনসার ও ভিডিপির উপ-পরিচালক ও জেলা কমান্ড্যান্ট মোঃ এ,কে,এম জিয়াউর আলম, প্রশিক্ষণ কর্মকর্তা ও কোয়াটার মাষ্টার হিসেবে রয়েছেন বিরল উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মিরাজুল মোমিন, উক্ত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষক হিসেবে রয়েছেন বিভাগীয় প্রশিক্ষক মোঃ শরিফুল জামান বহিরাগত কম্পিউটার প্রশিক্ষক সা-আদ মুরশালীন ও প্রশিক্ষিকা রয়েছেন মোছাঃ সেলিনা পারভিন। ও মাঠ পর্যায়ে রয়েছেন ব্যাটালিয়ান আনসার মোঃ হুমায়ুন কবীর ও (এপিসি) মহিলা আনসার মোছাঃ রেজিনা আখতার প্রমুখ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য