News pic Student Cebinetনবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ শিশুকাল থেকেই গণতন্ত্র চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের শিখন শেখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা, শিক্ষা প্রতিষ্ঠানে ১০০% ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগীতা করা, শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, ক্রীড়া-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে নিয়েই ০৮ই আগষ্ট দিনাজপুরের নবাবগঞ্জে দুটি শিক্ষা প্রতিষ্ঠান নবীনগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও নারায়নপুর ইসলামিয়া দ্বি-মূখী দাখিল মাদ্রাসায় সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে বলে প্রধান শিক্ষক মোঃ দবিরুল ইসলাম ও সুপারিনটেনডেন্ট মাও: ওবায়দুল ইসলাম জানান।

উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক জানান- সারা দেশের ন্যয় নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট এর জন্য ০৮ জন করে ১৬ জন নির্বাচিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান- দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনের ফলাফল পৃথক পৃথক ভাবে কর্তৃপক্ষকে জানানো হবে।

এ রিপোর্ট সংগ্রহ করতে গেলে নারায়নপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান নির্বাচন কমিশন হাবিবা খাতুন ও নবীনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান নির্বাচন কমিশন কারিমুল্লা হক প্রধান জানান- ভোটের মাধ্যমে তাদের বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে শিক্ষার্থীরা অতি আগ্রহ ও উৎসাহের সাথে অংশগ্রহণ করেছেন।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য