Dinajpur-08-08-15----রতন সিং, দিনাজপুর থেকে ॥ শনিবার দিনাজপুরে খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের চুড়িপট্টির নিজস্ব মিলনায়তনে খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে ১০ম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক প্রতাপ সাহা পানু বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ অর্নব কুমার বসাক মিঠু আয়-ব্যয়ের প্রতিবেদন পেশ করেন।

প্রতিবেদন ২টির উপর আলোচনায় অংশ নেন মোঃ আখতার উজ জামান, নির্মল কুমার আগরওয়ালা, মোঃ আমিনুল ইসলাম, মোঃ আব্দুল গফুর, গোলাম মাজেদুর রহমান ডাবলু, রাসেশ্বর বসাক, দিলীপ কুন্ডু ও মোঃ কুরবান মিয়া, প্রশান্ত সাহা, মোঃ রফিকুল ইসলাম, সফিকুজ্জামান চৌধুরী, বাবুল প্রসাদ নন্দী, সুরেশ প্রসাদ, অঞ্জন দত্ত, রক্তিম বসাক, রজত বসাক প্রমুখ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য