Rangpur Mapপীরগাছা, রংপুর সংবাদাতাঃ রংপুরের পীরগাছায়  গতকাল শনিবার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাছে ফরমালিনের অপব্যবহার রোধ ও জলাশয় সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হয়। এদিকে পরিবেশের  ভারসম্য রক্ষা ও দূষনের হাত থেকে জনজীবন বাঁচাতে জলাশয়ে মুরগীর বিষ্ঠা প্রয়োগ বন্ধ সহ মাছের প্রজাতি রক্ষায় পোনা বেচাকেনা বন্ধে প্রশাসনের সহযোগিতা আশা করা হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকতা ( অঃদাঃ) সঞ্চয় ব্যানাজী , সহকারী মৎস্য কর্মকতা মাহবুব আলম সরকার, ক্ষেত্র সহকারী জাহিদুল বারী, মাঠ সহকারী ( আইএপিপি) রাওফুর মোরসালিন ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে আলোচনায় অংশ নেন, শাহ কামাল ফারুখ লাবু, গোলাম আযম সরকার, কাজি শহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি এস,এম সিরাজুল ইসলাম, সেক্রেটারি হারুন অর রশিদ, তাজরুল ইসলাম প্রমুখ।
[ads1]
[ads2]

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য